করোনায় প্রাণ গেল আরো ৯৬ জনের
দেশে একদিনে করোনায় প্রাণ গেল আরো ৯৬ জনের। বাংলাদেশে এটি মৃতের সর্বোচ্চ রেকর্ড। এদিন নতুন রোগী শনাক্ত হয়েছে ৫১৮৫ জন। আজ বুধবার (১৪ এপ্রিল ২০২১) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ-তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৪৮২৫ জনের; শনাক্তের হার ২০.৮৯ শতাংশ। এ-পর্যন্ত বাংলাদেশে মোট ৭ লাখ ৩ হাজার ১৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন; মারা গেছেন ৯৯৮৭ জন; সুস্থ হয়েছেন ৫ লাখ ৯১ হাজার ২৯৯ জন।
গতকাল মঙ্গলবার (১৩ এপ্রিল ২০২১) করোনাভাইরাসে ৬৯ জনের মৃত্যু হয়েছিল; নতুন করে শনাক্ত হয়েছিল ৬০২৮ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তার পর ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে।
গত বছরের (২০২০) ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত...