shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

নাসিমা খাতুনের কবিতা

Poems by Nasima Khatoon

নাসিমা খাতুনের কবিতা

নাসিমা খাতুনের কবিতা

জলচোখে রঙমহল

প্রতিটা দিন একেকটা রূপালি পর্দা,

তেজদীপ্ত ভঙিতে ধ্বংসের অবলীলা,

শ্বাসরুদ্ধকর সাসপেন্স,

ক্লাইমেক্সের ঊর্ধ্বগতি,

বিধ্বংসীর চূড়ান্ত পরিক্রমা।

গোপন ক্যামেরা নির্মাণের সুমহান কারিগর,

তুলনাহীন চরিত্রায়ন,

পরিকল্পিত স্ক্রিপ্ট, সুদক্ষ কুশিলব।

.

ছন্দময় আবেগে দ্বন্দ্বময় নাটকীয়তা

খুন, ধর্ষণ, কাগুজে লুঠতরাজ,

বৈচিত্র্যময় মৃত্যুর স্বাদ,

ক্লাইমেক্সে মাতাল দৃশ্যপট,

চিত্ত-বিনোদনে নিত্য উৎকর্ষতা।

.

আমরা সম্মোহিত অনুগত দর্শক,

দিনশেষে একরাশ তৃপ্তির ঢেকুর,

পর্দা গুটিয়ে নিশ্চিন্ত সুখের শয্যাবরণ

আরেকটি নতুন ভোর, নতুন রূপালি পর্দার অপেক্ষা। 

বিশুদ্ধ সমর্পণ

নিজস্ব অন্ধকারে আমি সমর্পিত

উৎসবমূখর দগ্ধতায় আত্ম-নিমজ্জিত।

দ্বন্দ্বময় উচ্ছাসে লিপ্ত প্রাণের সরোবর,

ভীষণ উচ্চারণহীন শব্দে কষ্টের তোলপাড়,

ডুবন্ত সাঁতারে শ্বাসরুদ্ধ পরাজয় নিজেরই পাতা ফাঁদে।

বিচ্ছেদে বেড়ে উঠে মায়াময় দহন,

ভালোবাসার নামে পুড়ে খাক হয় আপন অনুভূতি,

গহীনে অকারণ নীরবে ভিন্ন মনের বাস,

ভারবাহী হৃদয়ে অস্ফুট প্রবাহ,

পোড়া মন বুকে নিয়ে ভুলে থাকার প্রহসন,

বাহানায় নিজের গোপনে নিজের ছলনা।

অন্তঃস্থলে অদৃশ্য অনুভূতি গোনা,

পাপেট শো’য়ের মঞ্চে অগণিত চোখ,

অভিনেত্রীর অলিন্দের না-পাওয়াগুলি সবার অজানা।

.

বৈদিক মেঘ

আমরা প্রতিনিয়ত নবায়ন হই ভুল প্রচ্ছদে

স্মারকলিপি তৈরি করি আত্মতৃপ্তির ভুল মন্ত্রে,

আগুন দিয়ে সাজাই বরফের ঘর,

অনুমোদনহীন সময় হাঁটে অনিরাপদ সড়কে,

স্ব-অক্ষরে ক্লান্ত নিজের সাধনা,

বইয়ে পৃষ্ঠার মতো ভাঁজে ভাঁজে ঘুমায় বিবেকহীন সুখ,

শীতের কাঁপনে গ্রীষ্মের জয়গান,

গ্রীষ্মের দাবদাহে শীতের কলতান!

.

আত্মশ্রবণ

নীলাভ দুপুর, শামুকের স্বপ্ন

অনুভবে আরোহ, অবলীলায় অভিমান

চারপাশে তোলপাড় শ্রাবণ সমুদ্দুর,

একমুঠো জোৎস্নার উঠোনে জোনাকি অঘ্রাণ,

দুটো পা ভেসে যায় পৃথিবীজনিত রোগে,

স্বদেশি ভ্রমর গুণ টানে বিপরীত স্রোতে,

স্বপ্নের ক্ষতে সন্ধ্যে সাজে নিষ্ঠুর বিগতকালে,

ভিনদেশি আবেগে চিরকাল অকালপক্ষ আমি,

তোমার নীল নীল স্বচ্ছ টলটলে অহংকার,

আমি চির অধস্তন তুমি নামক

বিকর্ষিত আবেগের কাছে।

তোমার অবহেলা আমার সহ্যশক্তির উৎকর্ষতা,

বেঘোরে আত্মহনন,

হারানো মেনে নেওয়ার একাগ্র পার্থনা।

.

পাললিক হনন

প্রতিটা জীবন্ত ভোর খুঁজে নেয় মৃত মৃত দিন,

সিগারেটের সতর্কবাণীর মতো তোমাদের প্রতীজ্ঞা,

ভিক্ষুকের প্রার্থনা পৌঁছে না তোমাদের অন্দর মহলে,

আমরা তোমাদের নীল চাষ,

ওহি নিয়ে হাজির হও সুযোগের গ্রহ-তারা।

…………………

পড়ুন

কবিতা

নাসিমা খাতুনের তিনটি কবিতা

নাসিমা খাতুনের একগুচ্ছ কবিতা

নাসিমা খাতুনের ছয়টি কবিতা

নাসিমা খাতুনের পাঁচটি কবিতা

নাসিমা খাতুনের কবিতা

সুনীল শর্মাচার্যের অনুগল্প

মুকুন্দ

সাতটি মিনি গল্প

প্রচলিত এক শকুনির গল্প

ডাই পিঁপড়ে

চায়ের ঠেকে কয়েকজন

মাছ

পাত্রী চাই

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...