সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ
সত্যজিত রায়ের অপু ও ফেলুদা চরিত্রের অমর শিল্পী, অভিনেতা, আবৃত্তিকার, কবি সৌমিত্র চট্টোপাধ্যায়; তাঁর প্রয়াণ হলো আজ। ভারতীয় সময় ১২টা ১৫ মিনিটে পশ্চিমবঙ্গের কলকাতার বেলভিউ হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
দুপুর ১২টা ১৫ মিনিটে তাঁর মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। এর মধ্য দিয়ে হাসপাতালে তাঁর ৪১ দিনের যুদ্ধ শেষ হলো। হাসপাতাল সূত্র থেকে জানা যায়, কোভিড এনসেফ্যালোপ্যাথির কারণেই সবরকম চিকিত্সার উদ্যোগ ব্যর্থ হয়েছে।
অনেকের বিচারে ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা এই অভিনেতার মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। প্রথমত, তিনি ছিলেন অভিনেতা। কবিতাচর্চা, রবীন্দ্রপাঠ, সম্পাদনা, নাট্যসংগঠন—তাঁর বিপুল বৈচিত্র্যের একেকটি দিক। সৌমিত্র চট্টোপাধ্যায় সবকিছু নিয়েই অনন্য।
সৌমিত্র চট্টোপাধ্যায় এমনই এক শিল্পী, যাঁর মূল্যায়ন নিয়ে কোনো পণ্ডিতি-তর্ক তোলার অবকাশ রাখে না। বলা হতো সময়ের ধুলা তাঁর আভি...