মহানায়ক উত্তম কুমারের জন্মদিন আজ
বাংলা চলচ্চিত্রে ভুবন ভোলানো হাসিই ছিল তাঁর অন্যতম পরিচয়। এই আইকন আজো বেঁচে আছেন কোটি হৃদয়ে। মহানায়ক উত্তম কুমারের জন্মদিন আজ।
কলকাতার ভবানীপুরে ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর জন্মেছিলেন এই কিংবদন্তি নায়ক। পিতার-মাতার দেয়া নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। সিনেমায় এসে হয়ে যান উত্তম কুমার।
তাঁর অভিনয়খ্যাতি কতটা ছিল মানুষের মুখের একটি উক্তিই এর বড় প্রমাণ : আজো কারো ঠাঁটবাট দেখলে বাঙালিদের বলতে শোনা যায়—‘নিজেকে কী উত্তম কুমার মনে হয়?’
উত্তম কুমারের জীবনের শুরুটা মোটেও মসৃণ ছিল না। সংসারের হাল ধরতে শিক্ষাজীবন শেষ না-করেই কলকাতা পোর্টে কেরানির চাকরি শুরু করেন। পরে অভিনয়ের প্রতি গভীর অনুরাগ থেকে কাজ করেন মঞ্চে। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসে চলচ্চিত্রজগতে প্রতিষ্ঠা পেতে অনেক পরিশ্রম করতে হয়েছে তাঁকে।
পঞ্চাশের দশকে ‘দৃষ্টিদান’ দিয়ে সিনেম...