নয়নতারা ফোঁটা-না-ফোঁটা
নয়নতারা ফোঁটা-না-ফোঁটা
লাবণ্য প্রভা
নয়নতারা ফোঁটা-না-ফোঁটা
শহীদুল জহিরকে আমি চিনি না। কিংবা চিনি। শহীদুল জহিরের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই। তাঁর সঙ্গে আমার কখনো দেখা হয়নি। এই দেখা হওয়া-না-হওয়া আসলে মহাকালে কোনো মানে বহন করে না।
এ দেশে কোটি কোটি শহীদুল জহির আছে। জহির শহীদুল আছে। আলাদা আলাদা করে লক্ষ লক্ষ শহীদুল আছে, জহির আছে। তারা খায় দায়, সঙ্গম করে, পয়দা করে। তাদেরকে আমি চিনি না। তাদেরকে চেনার জন্য আমার ভেতরেও কোনো মোচর তৈরি হয় না।
কিন্তু আমাদের শহীদুল জহির আলাদা। তিনি অন্য শহীদুল কিংবা জহিরদেরও মতো নন। তিনি সরকারি কর্মকর্তা হলেও, গল্প-উপন্যাস লেখেন। কেবল লেখেন না, লেখক জগতকে চমকে দেন। অন্য লেখকরা তার লেখার ঝলকানিতে পুড়ে যেতে থাকেন।
তবে, শহীদুল জহিরকে চেনার আগে থেকে আমি আগারগাঁও কলোনি চিনি। বামপাশে পুরাতন বিমান বন্দর, আর ডান পাশে আগারগাঁও কলোনির মাঝ দি...