shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

১০০ পর্বের দিকে ধারাবাহিক নাটক ‘তোলপাড়’

100-episode series 'Tolpar'

100-episode series 'Tolpar'

100-episode series 'Tolpar'

১০০ পর্বের দিকে ধারাবাহিক নাটক ‘তোলপাড়’।দর্শক প্রিয়তাও পেয়েছে নাটকটি। টিআরপির জরিপেও টানা কয়েকবার জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। ‘দাগ’ দর্শক জরিপেও প্রথম ‘তোলপাড়’।

‘তোলপাড়’র গল্পে একটু ভীন্নতা এসেছে, জয়নালের স্ত্রী রোকসানা সংসার চালাতে একটি লেডিস হোস্টেল চালু করার পর—

একে একে বিভিন্ন ধরনের মেয়েরা আসতে থাকে সেই হোস্টেলে।

বিভিন্ন শহরের মেয়েরা বিভিন্ন ভাষা আর বিচিত্র সব আচরণে কোলাহল মুখর করে রাখে রোকসানার হোস্টেল।

এই মেয়েদের মধ্যে কেউ টিউশনি করে, কেউ ইন্সুরেন্সে চাকরি করে, কেউ কর্পোরেট অফিসে, কেউ-বা অনলাইন মার্কেটিংয়ে যুক্ত।

আবার এদের মধ্যেই কেউ ছিনতাইকারী চক্রের সাথেও জড়িত। এলাকার যুবকশ্রেণী আড্ডা জমায় হোস্টেলের আশে পাশে।

এরা ছাড়াও এলাকার ডিসওয়ালা, ইন্টারনেট সার্ভিস, লন্ড্রিওয়ালা, পাতি মাস্তান—এরা নিয়মিত এই বাড়িতে যোগাযোগ করতে শুরু করে।

হোস্টেলের মেয়েগুলোও বিভিন্নভাবে এদের কাছ থেকে সুযোগ-সুবিধা নিতে থাকে।

সুন্দরী মেয়েদের মন জয় করতে নানান রকম ফন্দি আঁটে কেউ কেউ।

ছোটখাট বিষয় নিয়েই তোলপাড় করে ফেলে এলাকা।

মো. মোজাফফর হোসেন দিপু’র নির্বাহী প্রযোজনায় এমনই এক গল্প নিয়ে বেশ জমে উঠেছে প্রচেষ্টা এ্যাড মিডিয়া প্রযোজিত ধারাবাহিক নাটক ‘তোলপাড়’।

জনপ্রিয় নাট্যকার জাকির হোসেন উজ্জ্বলের রচনা ও মুসাফির রনির পরিচালনায় ‘তোলপাড়’ নাটকটি নিয়মিত প্রচারিত হচ্ছে আরটিভিতে। প্রতি শুক্র থেকে সোমবার রাত ১০টায়।

অভিনয়শিল্পী

‘তোলপাড়’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—ডা. এজাজ, শামীমা নাজনীন, ফারুক আহমেদ, সাজু খাদেম, অপর্ণা ঘোষ, মৌসুমী হামিদ, শারমীন জোহা শশী, নিলয় আলমগীর, রাশেদ মামুন অপু, ফারজানা ছবি, নাবিলা ইসলাম, নুশরাত জাহান পাপিয়া, ইমু শিকদার, রাইজা রশিদ, নুর এ আলম নয়ন, মিলন ভট্টাচার্য্য, দুখু সুমন, অনুভব মাহাবুব, মাসুদ আহমেদ, শাওন আহমেদ প্রমুখ।

দু-অভিনেত্রীর প্রতিক্রিয়া

নাটকটি নিয়ে অপর্ণা ঘোষ বলেন, গল্প, শিল্পীদের অভিনয় এবং পরিচালনা যদি ভালো হয়, তাহলে নাটক দর্শকের ভালো লাগবেই। ‘তোলপাড়’ও ঠিক তেমনই গল্পের নাটক।

মৌসুমী হামিদ বলেন, দীর্ঘ ধারাবাহিক নাটকের গল্পের ঘটনা প্রবাহ অনেক নির্মাতাই এলোমেলো করে ফেলেন।

অভিনেতা-অভিনেত্রীদের টানা শিডিউল নিয়ে সমস্যা, বাজেট ঘটতি, গল্পের বাঁকবদলসহ আরো অনেক কারণ আছে, যার জন্য দীর্ঘ ধারাবাহিকে দর্শকের মানোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে।

কিন্তু অনেক প্রতিবন্ধকতার মধ্যেও ‘তোলপাড়’ নাটকে নির্মাতা দর্শকের ভালোলাগার বিষয়টি ধরে রেখেছেন।

—ডেস্ক শুভ বিনোদন

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...