পহেলা বৈশাখ আজ, স্বাগত ১৪২৮
পহেলা বৈশাখ আজ, বুধবার। আজ নতুন আলোর সঙ্গে এসেছে নতুন বছর, স্বাগত ১৪২৮। ‘এসো হে বৈশাখ এসো এসো... মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা।’ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমিয় এই বাণী বারবার ফিরে আসে, বছর ঘুরে বাঙালির ঘরে।
করোনাভাইরাস মহামারির মধ্যেই আমাদের জীবনে আরো একবার এলো পহেলা বৈশাখ। গত বছরও মানুষ ঘরে আবদ্ধ ছিল, এবারো বৈশাখ বরণে মেতে ওঠা হবে না।
প্রতি বছর নতুন বছরকে স্বাগত জানাতে মানুষ পথে নেমে আসে। সকালের প্রথম আলোয় সঙ্গীত সমাবেশ আর মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে বরণ করে নতুন বছরকে। ভোরে সূর্যের আলো ফোটার সময় থেকেই রমনা বটমূল মানুষের পদচারণায় ভরে ওঠে।
এবার সেই প্রাঙ্গণ থাকবে জনশূন্য। শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের প্রতিটি উৎসব কেন্দ্র দেখা যাবে জনমানবহীন। এমন অনাড়ম্বর পহেলা বৈশাখ আর কখনোই আসেনি, আর কখনো যেন না-আসে।
ছায়ানটের বর্ষবরণ শুরু হওয়ার পর ম...