বিবেক পোড়ে অশান্ত অনলে
খুচরো কথা চারপাশে
বিবেক পোড়ে অশান্ত অনলে
সুনীল শর্মাচার্য
বিবেক পোড়ে অশান্ত অনলে
১
একটি পরিবারের ভিত্তি কি টাকাপয়সার উপর
নির্ভরশীল?
.
২
এখন কেউ আর দেশ সেবার জন্য রাজনীতি করে না। ব্যক্তিসেবা বা নিজের সেবা আর ক্ষমতার জন্যই রাজনীতি করে। তা না-হলে ক্ষমতায় এসেই নিজেদের ভাতা বৃদ্ধির ছড়াছড়ি।
সাংসদদের ভাতা, বিধায়কদের ভাতা, পঞ্চায়েত সদস্যদের ভাতা দ্বিগুণ হয়ে যায়! ভাতা বৃদ্ধির টাকা কে জোগায়? এই জনগণ! যাদের রক্ত পান করে সরকার তাজা!
দেশ সেবার গল্প এখন সোনার পাথরবাটি!
.
৩
কিছু মহিলা সেলেব। অতীব জঘন্য। যদিও কোনো পুরুষের উন্নয়নের পেছনে মহিলার অবদান থাকে এবং পতনের পেছনেও মহিলা থাকে।
.
৪
ধর্ম আমাকে হিন্দু, তোমাকে বৌদ্ধ, তাকে খ্রিস্টান ও তাদেরকে মুসলমান বানিয়ে দিয়েছে। আমরা আর মানুষ নই! আমরা এই ধর্ম নিয়ে সর্বদা ব্যস্ত। মানুষে মানুষে বিভেদ...