shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

সুনীল শর্মাচার্যের দশটি কবিতা

Ten Poems by Sunil Sharmacharya

দশটি কবিতা

সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের দশটি কবিতা

জন্মভূমি আজ

জন্মভূমি আজ শ্বেতবসনা

রক্তে তার শিহরণ আসে না,

শোকহরণ মন্ত্র পাঠে—

বাদ-প্রতিবাদ আর জাগে না!

.

জবাকুসুম সূর্য আলোক

পোড়ায় না আর আঁধার শোলোক,

ক্লান্তি ভরা দেশের মানব

ঘুমিয়ে আছে মৃতের ঝলক!

.

ভালো থাকে

আম-কাঁঠাল বট বীথি আজ আর

কোনো শুদ্ধ আকাশ দেখে না,

কার দুঃখে কার দরদ ওঠে—

কেউ জানে না, কেউ বোঝে না!

.

আকাশে নষ্ট চাঁদ, আকাশে কষ্ট বিষ

হাওয়াজুড়ে হাওয়া ওঠে পিশাচ,

কেউ জানে না, পাপ হয় না মাফ!

দেশজুড়ে এখন দুধকলা দিয়ে পোষা সাপ

হিস্ হিস্ শব্দ তুলে ছাড়ে বিষ নিঃশ্বাস…

.

দেশ লুটেপুটে উজ্জ্বল হয় রাজার তাজ,

ভালো থাকে আমাদের মাননীয় সমাজ!

.

আপিলা চাপিলা

আপিলা চাপিলা মাছের মাসি

ধর্ম বাজায় কেউটের বাঁশি,

দেশের মুখে মরার হাসি

আমজনতার দুঃখ রাশি,

কেউটে রাজার মনটা বাসি

বদ-ভাবনায় বানে ভাসি,

মানুষ মরে রোগে কাসি

রাজা দিব্য আছেন কাশী!

.

আপ্পন ঝাপ্পন সকাল ভোর

রাজা বেইমান, রাজা চোর!

.

কার ঘরে বাস

কার ঘরে বাস করিস তোরা

কার অন্ন খাস?

বুঝতে গিয়ে পাঁজর কুঁজো

হাড়ে গজায় ঘাস!

.

রাজা ভাঙে রাজার হাঁড়ি

এখন আমরা বুঝতে পারি—

নিত্য নতুন আইন করে

জনতার দেয় বাঁশ!

নিজের গালে নিজেই মারি

চড়থাপ্পড় ঠাস ঠাস!

.

বেহুলা ভাসে

ভেলা ভাসিয়ে বেহুলা ভাসে

প্রাণ হলো যে তুষা,

চোখে আঁধার, আসে না তো

ভুবনমোহিনী ঊষা!

.

মহাকাল হাসে কেমন তর

বোঝে না নারী কোমল,

শীতল মুখোশ পড়েছে কাল

ঈশ্বরী নয় অমল…

.

আহারে! বেহুলা আবাগী নারী

ভাতার খাগী মেয়ে,

সমস্ত রাত ভেলা ভাসায়

মৃত লখিন্দর নিয়ে!

.

গাঙুরের জল, গাঙুরের জল

বোঝে না নারীর ব্যথা,

দেবতার শাপে পোড়ে মানুষ

ধর্মের যতো কাঁথা!

.

যে যায় রে

যে যায় রে, সে যায় চলে

দূর অজানায়,

যকের ধন আগলে রাখিস

কীসের ভরসায়!

.

জীবন তো পদ্মপাতায়

বিন্দু বিন্দু জল,

বাতাস পেলে টলকে পড়ে

আজব দেখি ছল!

.

চিরহরিৎ বৃক্ষ লতা

মাঘের শীতে মরে,

ঢের ভালো কি ভাবতে গিয়ে

সবাই দেখি মরে…

.

অমরত্ব কোথায় রে মন

অমরত্ব তো নেই,

ইতর স্পর্ধা ছলকে ওঠে

হৃদয় হারায় খেই!

.

এই পৃথিবী জাহান্নাম তো

শ্রেণী ভাগে হয়,

মনুষ্যত্ব দিনকে দিন

ধর্মে মজে রয়!

.

ঘুমের ওষুধ খেয়ে খেয়ে

মানুষ হারায় ঘুম,

বিবেক বুদ্ধি শূন্য করে

সাপের গালে চুম!

.

আতা গাছে

আতা গাছে নেই তোতা পাখি

ডালিম গাছে নেই মৌ,

সবার ঘরে আজ সেবাদাসী

কোথায় সোনার বৌ!

.

ঝগড়াঝাঁটি অভাব শুধু

শান্তিতে নেই কেউ,

দেশের রাজা খাট্টাস হলে

রক্ত চোষে ফেউ!

.

বুকের রক্ত

বুকের রক্ত ঢালে লোকে

নেতা খায় তামাক,

গদি লুটে মহান নেতা

দেখায় কি দেমাক!

.

মুখোশ ভরা এই ইতিহাস

দেশ নিয়ে তামাশা,

সূর্য ওঠে গভীর অর্থে

যায় না কুয়াশা!

.

জন্ম থেকে

জন্ম থেকে শুনছি এই কান্না,

ভাত দে, মা ভাত দে,

সকাল সন্ধ্যা গড়ায় দুপুর

ভাত দে, মা ভাত দে!

.

দেশে কোথায় ভাত?

কার আছে, কার হাত!

.

জনম দুখী মা আমার

জ্বলছে দাউ দাউ,

জন্ম থেকেই ভাতের জন্য

শুনছি হাউমাউ!

.

ঘুমের মধ্যে

ঘুমের মধ্যে স্বপ্ন দেখি

কুঠার নিয়ে আসে,

হৃৎপিণ্ড দু’ভাগ করে

বাঁকা ঠোঁটে হাসে!

.

চোখের পাতা কাঁপে

বুকের গহীন কাঁপে,

স্বপ্ন আমার অভিশাপ

জিয়ন মরণ মাপে!

.

ঘুম ভাঙে চিৎকারে

স্বপ্ন পালায় ফুৎকারে,

রক্তে তখন দামাল ঢেউ

বয় যন্ত্রণা বাহারে!

…………………

পড়ুন

কবিতা

সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা

সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ

লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের গ্রাম্য স্মৃতি

নিহিত মর্মকথা : সুনীল শর্মাচার্য

প্রয়াণগাথা : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের কবিতাগুচ্ছ

অন্যভুবনের কবিতা

ঘোড়া : সুনীল শর্মাচার্য

মুহূর্তের কবিতা

অনুভূতি বেজে ওঠে

আমার কবিতা

সনেটগুচ্ছ

সুনীল শর্মাচার্যের সনেটগুচ্ছ

ভারতীয় লিমেরিক

সনেট পঞ্চ

সুনীল শর্মাচার্যের বারোটি কবিতা

বন্ধু-বান্ধবীর জন্য একগুচ্ছ কবিতা

সুনীল শর্মাচার্যের কবিতা

শোনো, বলি হরিদাস

সময় অসময়ের কবিতা

সুনীল শর্মাচার্যের কবিতা

সুনীল শর্মাচার্যের দশটি কবিতা

মুক্তপদ্য

ভারতীয় কোলাজ

ইচিং বিচিং পদ্য : সুনীল শর্মাচার্য

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...