shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

ভারতীয় লিমেরিক

Limerick

ভারতীয় লিমেরিক

সুনীল শর্মাচার্য

ভারতীয় লিমেরিক

করোনা এসেছে আমফান এসেছে তার কল্যাণে

তাই বুকের কান্না চেপে তার গান করো সজ্ঞানে!

বুজে থাকো সর্বদা দু’চক্ষু

যন্ত্রণা হলে দাও কষে ফুঃ

তাই নতুন নতুন কথা ভাসে টিভির ব্যাখ্যানে!

.

ভাব নেই কেন্দ্রে ও রাজ্যে

মিল নেই কোনো তো কার্য্যে

একে দোষ তাকে দোষ

দিয়ে সাজে নন্দ ঘোষ

সুযোগ খোঁজে দেখি বাহ্যে!

.

বেচারাম সরকার

টাকা শুধু দরকার

দেশ বেচে

মাটি বেচে

করে সব ছারখার!

.

দেশ চালায় আমলা

আমরা তাই কামলা!

বললে কথা

ভাঙবে মাথা

ঠুকে দেবেই মামলা!

.

শিক্ষা নেই দীক্ষা নেই, তবু তিনি বিদ্বান

সবাইকে ধরে বলেন, তিনি দেশের জান!

আত্মনির্ভরে বৃদ্ধি

হও সবাই সিদ্ধি

সারাবিশ্ব জানে তিনি ভারতের ভগবান!

.

ভোটে জিতে নেতা হলেন নিধুরাম সর্দার

তোমাদের সেবা করি, তোমরাই ঘর-দ্বার!

গদি পেয়ে গলা বাড়ে

নিধুরাম বলে জোরে :

কথার উপরে কথা কোবি না খবরদার!

.

টিভিদের শেয়ালেরা চুলচেরা দ্বন্দ্বে

হুয়া হুয়া টিপ্পনীতে মজে মহানন্দে!

দর্শকরা দিশেহারা

বোঝে না কি বলে তারা—

খণ্ডন করে কথা পণ্ডিতির ছন্দে!

.

দিলুবাবু ছিলেন যে বিজেপির সদস্য

বাংলার লোকগুলো ভাবেন তার পোষ্য!

গলায় ঝুলিয়ে লকেট

টাকায় ভরেন পকেট

পোষ্যদের দেখিয়ে খান নানা চর্ব্যচোষ্য!

.

বিজয় বরগীয়

বেজায় মাননীয়—

কিছু চামচা

গায়ে গামছা

করেছে তাকে আদরণীয়!

.

১০

পাঁচ বছরে ভর্তি দল, পাঁচ বছরে খালি,

ফায়দা লুটে সটকে পড়ে, থাকে পড়ে বালি!

চিনি, মধু আর থাকে না

চুষা আঁটি কেউ খায় না

দেশ দরদী কান্না চেপে দেয় যে হাততালি!

.

১১

সবাই দেখি দিদির চ্যালা, কেউ নয়কো শিষ্য

একাই তিনি দেশ দরদী, বাকিরা তো অস্পৃশ্য!

তিনি ঘোরেন, চ্যালা পাছে

লাগে না তার কোনো কাজে

ক্ষমতা আর থাকলে টাকা অন্যকিছু অদৃশ্য!

.

১২

শ্রমিক বলে ভাত জোটে না, কৃষকও কয় আর বলো না,

শাসক শাসাই : ‘চুপ করো সব, চুপ! আর মুখ খুলো না!’

মুখ খুললে জুটবে মাটি,

ভাঙবে সবার দাঁতকপাটি!

দেশজুড়ে যা কাণ্ড চলছে, কোন ফ্যাসিবাদ তার তুলনা!

.

১৩

রাজনীতিটা ভালো ব্যবসা তাই তো তিনি করেন,

সারাদিনে ব্যস্ত-সমস্ত এদিক-সেদিক ঘোরেন—

পাঁচ বছরে গাড়ি-বাড়ি

ব্যাঙ্কে টাকা কাড়ি কাড়ি

‘কী করে হয়?’ বলতে গেলে নানা গল্প গড়েন!

.

১৪

মর বাঙালি, মর বাঙালি, তোরা তো কম্যুনিস্ট,

হিন্দু হলে নাম লিখিয়ে কর না তার লিস্ট!

চলছে আমল বিজেপির

প্যাঁচ শেখানো জিলিপির

বাঁচতে হলে আগে-ভাগে নাম লিখে কর ফিস্ট!

.

১৫

যা কিছু হয় রাজ্যজুড়ে সবই দিদির হাত

না শুনলে দিদির কথা হবেই কুপোকাত!

সঙ্গে আছেন পটের বিবি

নায়ক গায়ক উইয়ের ঢিবি

উন্নয়নের ভেলায় চেপে ঠেলায় হচ্ছে কাত!

…………………

পড়ুন

সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা

সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ

লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের গ্রাম্য স্মৃতি

নিহিত মর্মকথা : সুনীল শর্মাচার্য

প্রয়াণগাথা : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের কবিতাগুচ্ছ

অন্যভুবনের কবিতা

ঘোড়া : সুনীল শর্মাচার্য

মুহূর্তের কবিতা

অনুভূতি বেজে ওঠে

আমার কবিতা

সনেটগুচ্ছ

সুনীল শর্মাচার্যের সনেটগুচ্ছ

ভারতীয় লিমেরিক

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...