এক সমাজবিরোধী ও টেলিফোনের গল্প
এক সমাজবিরোধী ও টেলিফোনের গল্প
সুনীল শর্মাচার্য
এক সমাজবিরোধী ও টেলিফোনের গল্প
ওসি মদনবাবুর যেমন রঙ, তেমনি স্বাস্থ্য।
যাকে বলে—যেমন হাঁড়ি, তেমনি সরা। কলাগাছের মতো মসৃণ হাত পা। সব গোছগাছ সেরে এটাচিটা পাশে রেখে, লকাপের চাবিটা পকেটে পুরে গ্যাঁট হয়ে বসলেন চেয়ারে।
মদনবাবুর বয়স তিরিশ। সমাজবিরোধীদের যম। কিছু কাঁটা ঝোপ সাফ করার দূরন্ত প্রতিজ্ঞা তার মনে। চাইবাসা থেকে সদ্য এসেছেন। চার্জ নিয়েই কয়েক ঘণ্টা মশার কামড় খেয়ে কানামুন্নাকে ধরে লকআপে ভরেছেন। আরাম করে সিগারেট ধরিয়ে বয়স্ক সিপাই করিমকে জিজ্ঞাসা করলেন, এতদিন শয়তানটাকে ধরা হয়নি কেন?
ধরে তো কোনো ফায়দা নেই স্যার!
ছোটবাবু অযাচিত উপদেশ দিয়ে গেলেন, কাজটা ভালো করলেন না স্যার!
ছোটবাবু বের হতেই, ফোন এসে গেল—কড়া কণ্ঠস্বর : মুন্নাকে ছেড়ে দিন।
সে সমাজবিরোধী!
এ যুগে সমাজবিরোধী নয় কে? ছেড়ে দিন।
তার বিরুদ্...