মুকুন্দ
মুকুন্দ
সুনীল শর্মাচার্য
মুকুন্দ
মুকুন্দ বাড়ির উঠোনে অনেক রকমের ফুল গাছ লাগিয়েছে। কিন্তু সেইসব ফুলের গাছে কখনো কোনো ফুল হয় না। বড় হওয়ার আগেই সব গাছ নষ্ট হয়ে যায়। নয় তো ছাগলে, গরুতে খায়।
বেড়া দিয়েও তা রক্ষা করা তার পক্ষে সম্ভব ছিল না। কারণ দিনের বেশিরভাগ সময় মুকুন্দকে বাজারে থাকতে হয়। বাজারে তার একটা মিষ্টির দোকান আছে।
ছোট জায়গা। বেশি বিক্রি হয় না। একবার কেউ মিষ্টি কিনলে, সে আর দ্বিতীয়বার মুকুন্দের দোকানে আসত না!
একা একা বসে থাকলে মুকুন্দ ভাবতো—কেন এমন হয়? অথচ বাজারে যে-কয়টা মিষ্টির দোকান আছে তা বেশ চলে।
মুকুন্দ ফুলের সঙ্গে মিলিয়ে মিষ্টির দোকানের নাম রেখেছে ‘গন্ধরাজ’। কারণ সে ফুল ভালোবাসে। মিষ্টি ভালোবাসে। কিন্তু তার সঙ্গে কেউ মিষ্টি কথা বলে না। কচি কচি ছেলে-মেয়েরা তাকে দেখলে ভয়ে পালায়। কেন যে পালায়, সে জানে না!
লোকজন বলাবলি করে : মুকুন্দর...