shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

ভুবন বন্দ্যোপাধ্যায়ের তিনটি ছড়া-কবিতা

Bhuban Bandopadhyay

তিনটি ছড়া-কবিতা

ভুবন বন্দ্যোপাধ্যায়

ভুবন বন্দ্যোপাধ্যায়ের তিনটি ছড়া-কবিতা

সংগ্রাম

থামে না বাতাস আর

থামে না তো নদী,

বলে ওরা থেমে গেলে

হেরে যাই যদি!

.

থেমেছে পাহাড় ওই

থেমে গেছে বন,

দেখো আজ অসহায়

ওদের জীবন।

.

সব বাধা দূরে ঠেলে

ছুটে চলা মানে,

সবকিছু জয় করা

উল্লাস মনে।

.

অলস জীবন যার

তার নাই দাম,

অধিকার পেতে হলে

চাই সংগ্রাম।

.

একটি শালিক

একটি শালিক দেখে পচা

বড্ড পেল ভয়,

জানতে গেল ভজার কাছে

তাতে যে কি হয়।

.

বললে ভজা খারাপ খুব

দিনটা তোর নষ্ট,

ঝগড়া হবে কারোর সাথে

হবে মনের কষ্ট।

.

হয়তো কিছু হারিয়ে যাবে

আছাড় খাবি নয়,

নয়তো অঙ্ক স্যারের মারে

রক্তই হবে ক্ষয়।

.

কিম্বা হঠাৎ আসবে জ্বর

চলবে জলপটি,

বলে গেছেন দাদু আমায়

কু-ফল এই ক’টি।

.

তাই না শুনে ভাবল পচা

ভারি বিপদ তবে,

সারটি দিন মনমরা সে

কখন যে কি হবে!

.

এমনি করে কাটল দিন

ভয়েই় যেন কাঁটা,

ভালোয় ভালোয় রাত্রি এলো

ভাবে ওসব ঝুটা।

.

কেন

হাত আছে পা-ও আছে

আছে সচলতা,

তবু কেন জড় আজ

প্রাণ শীতলতা!

.

চোখ আছে ঠিকঠাক

সতেজ ভীষণ,

তবু কেন অন্ধ থাকি

বুঝি না এখন।

.

কান আছে আমাদের

একদম তাজা,

তবু কেন দিন-রাত

বধির যে সাজা।

.

বিবেক বুদ্ধি বোধ

হারায়নি কিছু,

তবু কেন চুপ থাকি

করি মাথা নিচু!

…………………

পড়ুন

ছড়া

ভারতীয় ছড়া

কালাকালের ছড়া

দেশের ছড়া, দশের ছড়া

নব্য ভারতের ছড়া

ভারতনামা

ভারতনাট্যম

মহাভারতের কড়চা

ভারতচিত্র : শায়র

ভারতীয় ছড়াকু

ভারতীয় হালচাল

ভারতীয় পাঁচালি

উইচিংড়ির ছড়া

ভারত চিত্র : ছড়ায় বিচিত্র

দেশের চিত্র : কত বিচিত্র

ভারত দৃশ্যপট

সুনীল শর্মাচার্যের ভারতীয় হালচাল

মহাভারতের পুঁথি

ইষ্টিমিষ্টি ছড়া

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...