shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

নব্য ভারতের ছড়া

Rhymes
Rhymes

নব্য ভারতের ছড়া

সুনীল শর্মাচার্য

নব্য ভারতের ছড়া

চারদিকে যা চলছে ভাই

আমরা সকল জানি,

সবাই খোঁজে সবার ফুটো

সৎ কেউ নয় মানি!

.

গায়ের জোরে‌ আইন ভঙ্গ

প্রতিবাদের নানান রঙ্গ…

.

রাজনীতি ভুল ভুলাইয়া

আনছে মরণ ডাকি,

মানুষ মরে, মানুষ মরে

দেখছি তাদের ফাঁকি!

.

আসল কথা কেউ জানে না

টানছে সবাই ঘানি,

জনসেবার দোহাই দিয়ে

লুটছে যে কাটমানি!

.

এবার তুমি পেছন ফেরো

দেখবে সব ফসকা গেরো…

.

মানুষ নিয়ে এই খেলাতে

সরছে পায়ের মাটি,

তবুও দেশে চলছে ভাই

নেতায় নেতায় কাঠি!

.

দেশ বলতে তো রাজনীতি

দেশ বলতে স্বজনপ্রীতি,

দেশ বলতে শোষণনীতি

ভানুমতির খেল;

.

দেশ বলতে ঘুষ-দুর্নীতি

দেশ বলতে দাসের নীতি

দেশ বলতে একার রীতি

মাথায় ভাঙো বেল!

.

সব জনগণ সেবাদাস

কোথায় ঢোকে কখন বাঁশ,

উঠতে বসতে হাঁসফাঁস

নেইতো দোল হেল্!

.

বিকোয় মাঠ, পুড়ছে ঘাস

গলায় ঝোলে ঋণের ফাঁস,

পুড়ছে সবার হাড়মাস

বললে কথা জেল!

.

দেশ বলতে গাছে কাঁঠাল

গোঁফে লাগাও তেল!!

.

ঝাঁঝর বলে, ও চালুনি

তোর পেছনে ফুটো,

ঝাড়ু দিলেই ওড়ে ধুলো

স্বভাবে খড়কুটো!

.

চোর ভাবে সবাই চোর

খুনি ভাবছে খুনি,

লজ্জাশরম খেয়ে মাথা

তাদের কথা শুনি!

.

চোর খুনিতে ভরা দেশ

তারাই দেখি সাধু,

সবার ফুঁটো যাচ্ছে দেখা

অবাক করা জাদু!

.

কান্নাকাটি শোক ভুলে

উৎসবে দিন গুনি,

সৃষ্টি ছাড়া উন্মাদনা

চারপাশে ভাই শুনি!

.

আবোলতাবোল চিত্র

দেখছি জীবনময়,

ভাব-ভিয়ানে বাস্তবে

আনছে হাজার ক্ষয়!

.

মন ডোবে মধ্যযুগে

হৃদয় চেতন হারা,

সুখ ভোগে মগ্ন হয়ে

সবাই পাগলপারা!

.

সবখানেতে নজরদারি

কোথায় যাবে চাঁদু?

হাটবাজারে তোমার সত্তা

বিলিয়ে দিলো দাদু!

.

আধারকার্ড ও প্যানকার্ডে

তথ্য তোমার চুরি,

সেলফোনেতে পাতছে আড়ি

পড়বে হাতে দড়ি!

তোমার আমার খাবেদাবে

মারবে পিঠে ছড়ি,

কখন আবার ইচ্ছে হলে

মারবে বুকে ছুরি!

.

সিঁদুর রাঙা দেখছো মেঘ

চমকে ওঠে ভূমি,

সবখানেতে নজরদারি

স্বাধীন নও তুমি!

.

বেচারাম বেচে দেয়, কেনারাম কেনে

কতকিছু ফাঁকা করে হাত গুনে গুনে,

বিভেদের ঢাক বাজে লাভক্ষতি মেনে

জাতপাত চাড়া দেয় দাঙ্গা আর খুনে!

.

এই যদি দেশ হয়—জনগণ বোকা

ভেবে ভেবে বেচারাম খুশি মনে তাজা,

কতকিছু হাতে পাবে ভোঁতা আর চোখা

আগুন জ্বলে জ্বলুক, হাততালি বাজা!

.

মানুষ মানুষ মরে, কি-বা যায় আসে

বেচারাম বেঁচে থাক, লাশে দেশ ভাসে!

.

রাক্ষস আছে সত্যিকারের

রাক্ষস আছে দিল্লিতে,

রামের ধ্বনি তুলেই তারা

আখের গোছায় খিল্লিতে!

.

রাক্ষস আছে দেশের কোণে

মাঠে-ঘাটে কারখানায়,

দেশের সম্পদ লুটেপুটে

মানুষ মারার ফাঁদ বানায়!

.

ভারতবর্ষে সংখ্যালঘু

নির্যাতন হয়,

পাকিস্তানে সংখ্যালঘু

নির্যাতন হয়,

বাংলাদেশে সংখ্যালঘু

নির্যাতন হয়…

.

দেশ ভাগে কাঁটা তারে

তিন ভাগে ক্ষয়!!

…………………

পড়ুন

কবিতা

সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা

সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ

লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের গ্রাম্য স্মৃতি

নিহিত মর্মকথা : সুনীল শর্মাচার্য

প্রয়াণগাথা : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের কবিতাগুচ্ছ

অন্যভুবনের কবিতা

ঘোড়া : সুনীল শর্মাচার্য

মুহূর্তের কবিতা

অনুভূতি বেজে ওঠে

মুক্তপদ্য

ভারতীয় কোলাজ

ইচিং বিচিং পদ্য : সুনীল শর্মাচার্য

ছড়া

ভারতীয় ছড়া

কালাকালের ছড়া

দেশের ছড়া, দশের ছড়া

নব্য ভারতের ছড়া

গল্প

উকিল ডাকাত : সুনীল শর্মাচার্য

এক সমাজবিরোধী ও টেলিফোনের গল্প : সুনীল শর্মাচার্য

আঁধার বদলায় : সুনীল শর্মাচার্য

মুকুন্দ

প্রবন্ধ

কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য

ধর্ম নিয়ে : সুনীল শর্মাচার্য

মতামত

ভারতীয় বাঙালি ও ভাষাদিবস

ভারতীয় বাম ও তাদের কিচ্ছা

মুক্তগদ্য

খুচরো কথা চারপাশে : সুনীল শর্মাচার্য

কত রকম সমস্যার মধ্যে থাকি

শক্তি পূজোর চিরাচরিত

ভূতের গল্প

বেগুনে আগুন

পরকীয়া প্রেমের রোমান্স

মুসলমান বাঙালির নামকরণ নিয়ে

এখন লিটল ম্যাগাজিন

যদিও সংকট এখন

খাবারে রঙ

সংস্কার নিয়ে

খেজুর রসের রকমারি

‘দ্য স্যাটানিক ভার্সেস’ পাঠ্যান্তে

মোবাইল সমাচার

ভালো কবিতা, মন্দ কবিতা

ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন

বাঙালিদের বাংলা চর্চা : খণ্ড ভারতে

দাড়ি-গোঁফ নামচা

নস্যি নিয়ে দু-চার কথা

শীত ভাবনা

উশ্চারণ বিভ্রাট

কাঠঠোকরার খোঁজে নাসা

ভারতীয় ঘুষের কেত্তন

পায়রার সংসার

রবীন্দ্রনাথ এখন

কামতাপুরি ভাষা নিয়ে

আত্মসংকট থেকে

মিসেস আইয়ার

ফিরবে না, সে ফিরবে না

২০২১-শের কাছে প্রার্থনা

ভারতে চীনা দ্রব্য বয়কট : বিষয়টা হাল্কা ভাবলেও, সমস্যাটা কঠিন এবং আমরা

রাজনীতি বোঝো, অর্থনীতি বোঝো! বনাম ভারতের যুবসমাজ

কবিতায় ‘আমি’

ভারতে শুধু অমর্ত্য সেন নয়, বাঙালি সংস্কৃতি আক্রান্ত

ধুতি হারালো তার কৌলীন্য

ভারতের CAA NRC নিয়ে দু’চার কথা

পৌষ পার্বণ নিয়ে

প্রেমের ফাঁদ পাতা ভুবনে

শ্রী শ্রী হক কথা

বর্তমান ভারত

ভারতের এবারের বাজেট আসলে অশ্বডিম্ব, না ঘরকা না ঘাটকা, শুধু কর্পোরেট কা

ইন্ডিয়া ইউনাইটেড বনাম সেলিব্রিটিদের শানে-নজুল

ডায়েরির ছেঁড়া পাতা

অহল্যার প্রতি

উদ্ভট মানুষের চিৎপাত চিন্তা

তাহারা অদ্ভুত লোক

পৌর্বাপর্য চিন্তা-ভাবনা

নিহিত কথামালা

অবিভাজ্য আগুন

পাথরের মতো মৌন জিজ্ঞাসা

ভাবনা যত আনমনে

বিবেক পোড়ে অশান্ত অনলে

কালাকালের ডায়েরি

উন্মাদের নীতিকথা

করোনা, ভারতীয় জনগণ ও তার সমস্যা

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...