shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

শীত ভাবনা

Retail talk all around
How many problems I am in
খুচরো কথা চারপাশে

শীত ভাবনা

সুনীল শর্মাচার্য

শীত ভাবনা

ভাবছিলাম এখন আর নির্দিষ্ট মাস ধরে ছয় ঋতুর দেখা মেলে না! গ্রীষ্ম-বর্ষা-শীত, স্বমহিমায় ঘোষণা করলেও, শরৎ-হেমন্ত-বসন্ত বড় লাজুক। ফাঁক বুঝে একটু দেখা দিয়েই মিলিয়ে যায়।

গ্রীষ্মের দাবদহে জীবন অতিষ্ট হয়ে উঠলে, আমরা মেঘ-দূতের দিকে তাকিয়ে থাকি। ফুটিফাটা মাঠ অপেক্ষায় থাকে রজঃস্বলা হওয়ার। তারই মাঝে শীত এলে আমরা, মানে শীতকে তারিয়ে তারিয়ে উপভোগ করবার আয়োজনে যাদের খামতি নেই, খুশিতে ডগমগ হয়ে উঠি।

গায়ে তখন ওঠে নিত্যনতুন ডিজাইনের রকমারি গরম পোশাক। ভোজন সুখের ঔজ্জ্বল্য নিয়ে বড়দিন হাতছানি দেয়, পিকনিক স্পট, চিড়িয়াখানা, বনে বাদাড়ে, আরো কত-না খুশিতে ভেসে বেড়াবার মনোরম স্থান।

মফস্বল শহর ছাড়িয়ে গ্রামবাংলাতে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে। নলেন গুড়, পিঠে-পুলিতে করে তোলে রসসিক্ত। কিন্তু শীতের এই আমেজে কতজনই-বা বিভোর হয়ে থাকতে পারে?

যাদের অন্ন জোটে না, ভাঙা ঘর থেকে যারা চাঁদের আলো দেখে, ফুটপাতে ফুটপাতে স্টেশনের প্ল্যাটফর্মে যারা শীতের কামড়ে কুঁকড়ে মরে, তাদের কথা কে ভাবে?

বন্যা, ভূমিকম্প, নানা রকমের প্রাকৃতিক দুর্যোগে পীড়িতদের জন্য ত্রাণ মেলে। অথচ শীত যাদের জীবন ছিনিয়ে নিচ্ছে, তারা থাকে ‘নিষ্ফলের হতাশের দলে।’ সেলসিয়াস নয়, শীতে কতজন মারা গেল, সেই খতিয়ান দেখিয়ে শীতের তীব্রতা বোঝানো হয়। কাজেই মরুক না!

‘স্যাঁতসেঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও

আর উত্তাপ দিও রাস্তার ধারে ঐ উলঙ্গ ছেলেটাকে।’

—কবি সুকান্তের এই আর্তি সূর্যদেবের কাছে। মানুষের প্রতি তাঁর মতো সহানুভূতি যদি আমাদের থাকত, তবে বস্তিতে বস্তিতে, পথে পথে এমন মৃত্যু-মিছিল দেখা যেত না।

শীতের কুয়াশা মেখে যারা পৃথিবীকে ধিক্কার জানাতে জানাতে নিথর হয়ে যায়, জীবনানন্দ দাশের মতো তারাও কি প্রার্থনা করেছিল—

‘আমারে কুড়ায়ে নেবে মেঠো ইঁদুরের মতো মরণের ঘরে

হৃদয়ে ক্ষুদের গন্ধ লেপে আছে আকাঙ্ক্ষার—তবুও তো চোখের ওপরে

নীল মৃত্যু-উজাগর-বাঁকা চাঁদ,শূন্য মাঠ, শিশিরের ঘ্রাণ।’

…………………

পড়ুন

কবিতা

সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা

সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ

লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য

গল্প

উকিল ডাকাত : সুনীল শর্মাচার্য

প্রবন্ধ

কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য

ধর্ম নিয়ে : সুনীল শর্মাচার্য

মুক্তগদ্য

খুচরো কথা চারপাশে : সুনীল শর্মাচার্য

কত রকম সমস্যার মধ্যে থাকি

শক্তি পূজোর চিরাচরিত

ভূতের গল্প

বেগুনে আগুন

পরকীয়া প্রেমের রোমান্স

মুসলমান বাঙালির নামকরণ নিয়ে

এখন লিটল ম্যাগাজিন

যদিও সংকট এখন

খাবারে রঙ

সংস্কার নিয়ে

খেজুর রসের রকমারি

‘দ্য স্যাটানিক ভার্সেস’ পাঠ্যান্তে

মোবাইল সমাচার

ভালো কবিতা, মন্দ কবিতা

ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন

বাঙালিদের বাংলা চর্চা : খণ্ড ভারতে

দাড়ি-গোঁফ নামচা

নস্যি নিয়ে দু-চার কথা

শীত ভাবনা

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...